Advertisement

Responsive Advertisement

2026 Railway Exam GK Questions & Answers in Bangla |




Title: 2026 Railway Exam GK Questions & Answers in Bangla | 2026-railway-exam-gk-top-30-questions-bangla |


 1.প্রশ্ন: ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়?

👉উত্তর: ২৬ জানুয়ারি ১৯৫০


2. প্রশ্ন: ভারতীয় সংবিধানের জনক কে?

👉উত্তর: ড. বি. আর. আম্বেদকর


3. প্রশ্ন: কে নির্বাচিত করেন ভারতের রাষ্ট্রপতি?

👉উত্তর: নির্বাচনী মহাবিশ্ব (Electoral College)


4.প্রশ্ন: কবে পরিকল্পনা কমিশন গঠিত হয়?

👉উত্তর: ১৯৫০ সালে


5.প্রশ্ন: ভারতীয় কোথায় রেলের সদর দফতর?

👉উত্তর: নয়াদিল্লি


6.প্রশ্ন: ভারতের সবচেয়ে বড় রেলওয়ে প্লাটফর্ম কোনটি?

👉উত্তর: গোরখপুর


7.প্রশ্ন: ভারতের প্রথম রেলগাড়ি কবে চলেছিল?

👉উত্তর: ১৬ এপ্রিল ১৮৫৩


8.প্রশ্ন: কবে কলকাতা মেট্রো চালু হয়?

👉উত্তর: ১৯৮৪ সালে


9. প্রশ্ন: ভারতের জাতীয় পতাকা কে ডিজাইন করেন?

👉উত্তর: পিংগলি ভেঙ্কাইয়া   

                                 

10.প্রশ্ন:মোট কতটি মৌলিক অধিকার আছে ভারতে ?

👉উত্তর: ৬ টি


11.প্রশ্ন: কে প্রথম ভারতের রাষ্ট্রপতি ?

👉উত্তর: ড. রাজেন্দ্র প্রসাদ


12. প্রশ্ন: ভারতের জাতীয় সংগীত কে রচনা করেন?

👉উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর


13.প্রশ্ন: এশিয়ার সবচেয়ে বড় রেল নেটওয়ার্ক কোন দেশ?

👉উত্তর: ভারত


14.প্রশ্ন: কবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়?

👉উত্তর: ১৯৩৫ সালে


15.প্রশ্ন: ভারতের জাতীয় প্রাণী কোনটি?

👉উত্তর: রয়েল বেঙ্গল টাইগার


16.প্রশ্ন: ভারতীয় রেলের মটো কী?

👉উত্তর: লাইফলাইন অব দ্য নেশন


17. প্রশ্ন: ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?

👉উত্তর: ইন্দিরা গান্ধী


18. প্রশ্ন: 2026 সালে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ কততম বছর?

👉উত্তর: 79তম


19.প্রশ্ন: কবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়?

👉উত্তর: ১৯৪৫ সালে


20. প্রশ্ন:সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি?

👉উত্তর: বুধ


21. প্রশ্ন:পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি?

👉উত্তর: প্রশান্ত মহাসাগর


22.প্রশ্ন: মানুষের শরীরে মোট কতটি হাড় আছে?

👉উত্তর: 206


23. প্রশ্ন: কে ভারতের প্রথম রেলমন্ত্রী ?

👉উত্তর: জন মথাই


24. প্রশ্ন:আধার তৈরির সংস্থা কোনটি?

👉উত্তর: UIDAI


25.প্রশ্ন: বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?

👉উত্তর: নীলনদ


26.প্রশ্ন: ভারতের জাতীয় খেলা কোনটি?

👉উত্তর: হকি


27.প্রশ্ন: কোন বছরে ‘মঙ্গলযান’ উৎক্ষেপণ হয়?

👉উত্তর: ২০১৩


28. প্রশ্ন: বাষ্পের ঘনীভবনকে কী বলে?

👉উত্তর: শিশির


29.প্রশ্ন: গণিতের জনক কে?

👉উত্তর: আর্যভট্ট


30.প্রশ্ন: রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন?

👉উত্তর: উইলিয়াম হার্ভে


🎯 Conclusion

Railway Exam 2026-এ বারবার এই ধরনের GK প্রশ্ন আসে। তাই ভালোভাবে পড়ে রাখলে পরীক্ষায় নিশ্চয়ই নম্বর বাড়বে। আরও GK, Current Affairs ও মডেল প্রশ্ন পেতে প্রতিদিন আমাদের ব্লগ ভিজিট করুন।


railway gk 2026, 

railway exam gk in bangla, 

rrb ntpc gk, group d gk,

top 30 railway gk,  

important railway gk, 

railway questions in bengali 

Post a Comment

0 Comments